Last Updated: Thursday, June 7, 2012, 15:07
শিবগঙ্গা-কাঁটা থেকেই গেল পালানিয়াপ্পন চিদাম্বরমের গলায়! ২০০৯ সালের লোকসভা ভোটে তামিলনাড়ুর এই কেন্দ্র থেকে তাঁর নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করতে অস্বীকার করেছে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে অনিয়ম সংক্রান্ত মোট ২৯টি মামলার মধ্যে ২টি খারিজ করেছেন বিচারপতি কে ভেঙ্কটরামন।