Last Updated: March 19, 2014 20:31

লোকসভা নির্বাচনে গান্ধীনগর থেকে লড়বেন লালকৃষ্ণ আডবানী, ভাদোদরা থেকে নরেন্দ্র মোদী। বুধবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না আডবানী। যদিও জানা গিয়েছে আডবানীকে ফোন করে বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছিলেন রাজনাথ সিং।
সূত্রে খবর গান্ধীনগর থেকে ফের নির্বাচনে লড়তে ইচ্ছুক ছিলেন না আডবানী। রাজনাথ সিংযের কাছে ভোপাল থেকে লড়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা। তাঁর বক্তব্য ছিল, দলের প্রত্যেক বর্ষীয়ান সদস্যই যখন নিজেদের পছন্দমতো কেন্দ্র বেছে নিয়েছেন তখন তাঁকেও এই সুযোগ দেওয়া উচিত্। আডবানী ভোপাল থেকে নির্বাচনে লড়ুন এই ইচ্ছাপ্রকাশ করেছিল মধ্যপ্রদেশ নির্বাচন কমিটিও।
এদিন সকালেই রাজনাথকে ডেকে পাঠান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শোনা যাচ্ছিল গুজরাতের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী মোদীঘনিষ্ঠ অমিত শাহ লড়তে পারেন গান্ধানগর থেকে। তবে সূত্রে খবর, মোদী নিজে আডবানীকে ফোন করে গান্ধীনগর থেকে লড়ার জন্য অনুরোধ করেন। বারানসী থেকে ভোটে লড়বেন মোদী ঠিক হয়ে গিয়েছিল আগেই। গুজরাত থেকে মোদীর কেন্দ্র চূড়ান্ত হওয়ার দিন ছিল আজ।
First Published: Wednesday, March 19, 2014, 20:31