Last Updated: Wednesday, August 8, 2012, 10:27
ফের হিংসা মাথাচাড়া দিতে শুরু করেছে অসমে। এখনও পর্যন্ত গত কয়েকদিনে সংঘর্ষে ৭৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের কোকরাঝাড়ে অনির্দিষ্টকালের কার্ফু জারি করেছে প্রশাসন। এছাড়া চিরাং এবং ধুবরি জেলাতেও জারি হয়েছে কার্ফু। তিন জেলায় ফ্ল্যাগমার্চ করেছে সেনা।