Last Updated: April 21, 2012 17:01

বড়সড় সন্ত্রাস থেকে বাঁচল আফগানিস্তান। কাবুলের কাছে ১০ টন বিস্ফোরকসহ ৫ ব্যক্তিকে আটক করল আফগান সেনা। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, কাবুলের জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোই ছিল জঙ্গিদের পরিকল্পনা।
আফগান সেনা সূত্রে খবর, একটি ট্রাকে আলুর বস্তার নিচে বিস্ফোরক বোঝাই ৪০০টি বস্তা লুকানো ছিল। এই ঘটনায় ৫ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন পাকিস্তানি ও ২ জন আফগান নাগরিক। কাবুলে বিস্ফোরণ ছাড়াও সে দেশের ভাইস প্রেসিডেন্ট মহম্মদ খালিলির উপর হামলা করার পরিকল্পনাও জঙ্গিদের ছিল বলে জানিয়েছে আফগান সেনার মুখপাত্র সফিকুল্লা তাহিরি।
First Published: Saturday, April 21, 2012, 17:01