Last Updated: Monday, June 10, 2013, 10:46
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালাল আত্মঘাতী জঙ্গিরা। স্থানীয় সময় আজ ভোররাতে, বিমানবন্দরের সামরিক ঘাঁটিতে হামলা চালায় একদল আত্মঘাতী জঙ্গি। এই সামরিক ঘাঁটিতেই রয়েছে ন্যাটোর শিবির। প্রথমে পরপর বিস্ফোরণ ঘটিয়ে ন্যাটো ও আফগান নিরাপত্তারক্ষীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়। তারপরেই শুরু হয় ভারী গুলিবৃষ্টি।
পাল্টা গুলি চালানো হয়েছে নিরাপত্তারক্ষীদের তরফেও। নিরাপত্তারক্ষীদের গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে আফগান সেনার তরফে দাবি করা হয়েছে। আফগান সেনার তরফে জানানো হয়েছে, বিমানবন্দরের পশ্চিমদিকে একটি নির্মীয়মাণ উঁচু বাড়ি থেকে ন্যাটো ঘাঁটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে জঙ্গিরা।
তারা সংখ্যায় কত তা এখনও বুঝে উঠতে পারেননি নিরাপত্তারক্ষীরা। জঙ্গি হামলার জেরে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখা হয়েছে। হামলা শুরু হতেই মার্কিন দূতাবাসে বিপদ ঘণ্টা বাজিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত চব্বিশে মে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন চত্বরে সংগঠিত হামলা চালিয়েছিল জঙ্গিরা।