মহিলা এমপিকে অপহরণ তালিবান জঙ্গিদের

মহিলা এমপিকে অপহরণ তালিবান জঙ্গিদের

মহিলা এমপিকে অপহরণ তালিবান জঙ্গিদেরএক মহিলা আফগান সাংসদ অপহৃত হলেন আফগানিস্তানে। ফারিবা আহমাদি কাকার নামের ওই মহিলা এমপিকে অপহরণ করার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গিরা। গজনি প্রদেশের কাবুল কান্দাহারের মাঝামাঝি এক হাইওয়ে থেকে এমপি ফারিবা আহমাদি কাকার ও তার তিন মেয়েকে তালিবান জঙ্গিরা অপহরণ করে।

গত রবিবার এই ঘটনাটি ঘটে। আজ পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। কোনও মহিলা সাংসদকে অপহরণের এটাই প্রথম ঘটনা আফগানিস্তানে।

কান্দাহারে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে রাজধানী কাবুলে ফেরার পথে তালিবান যোদ্ধারা তাঁকে অপহরণ করে। পরে আফগান গোয়েন্দা পুলিশ এবং ন্যাটো বাহিনীর যৌথ অভিযানে তাঁর মেয়েদের উদ্ধার করা হয়।

তবে কাকার এখনও অপহরণকারীদের হাতে বন্দী রয়েছেন। অপহরণকারীরা মিসেস কাকারের মুক্তিপণ হিসেবে জেলবন্দী চার তালিবানের মুক্তি দাবি করেছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গত মাসে কর্মক্ষেত্রে যাওয়ার পথে হেলমাদ প্রদেশের এক মহিলা পুলিশ কর্মকর্তা সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন।

First Published: Wednesday, August 14, 2013, 11:26


comments powered by Disqus