Fariba Ahmadi Kakar - Latest News on Fariba Ahmadi Kakar| Breaking News in Bengali on 24ghanta.com
মহিলা এমপিকে অপহরণ তালিবান জঙ্গিদের

মহিলা এমপিকে অপহরণ তালিবান জঙ্গিদের

Last Updated: Wednesday, August 14, 2013, 11:26

এক মহিলা আফগান সাংসদ অপহৃত হলেন আফগানিস্তানে। ফারিবা আহমাদি কাকার নামের ওই মহিলা এমপিকে অপহরণ করার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গিরা। গজনি প্রদেশের কাবুল কান্দাহারের মাঝামাঝি এক হাইওয়ে থেকে এমপি ফারিবা আহমাদি কাকার ও তার তিন মেয়েকে তালিবান জঙ্গিরা অপহরণ করে। গত রবিবার এই ঘটনাটি ঘটে। আজ পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।