Last Updated: November 12, 2012 12:03

ভারত সফরে এসে দু-দেশের বানিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দিলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও তালিবানি সন্ত্রাসদমনের মতো ইস্যুতে ভারতের সহযোগিতা মিলবে বলে আশা কারজাইয়ের। ভারত সফরের দ্বিতীয় পর্যায়ে গতরাতে দিল্লি এসেছেন আফগান প্রেসিডেন্ট।
এর আগে ৯ নভেম্বর মুম্বইয়ে পা রাখেন তিনি। আজ সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কারজাই। এরপর তিনি বৈঠক করেন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে। ইতিমধ্যে দু`দেশের মধ্যে ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আফগানিস্তান থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অবস্থায় দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো মূল লক্ষ্য কারজাইয়ের। এজন্য ভারতের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর আফগানিস্তান। কাল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও উপরাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। পরে বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের সঙ্গেও দেখা করবেন কারজাই।
First Published: Monday, November 12, 2012, 12:03