Last Updated: Monday, September 9, 2013, 17:57
সুস্মিতা খুন, নয়া তথ্যে নয়া সন্দেহ। কাবুলে ভারতীয় দূতাবাসকে সুস্মিতার স্বামী জানবাজ খান জানিয়েছেন, ``তালিবানিরা খুন করেছে কিনা, একথা বলতে পারব না।" অথচ সুস্মিতার ভাতৃবধূর দাবি লেখিকার মৃত্যুর পর জানবাজ তাঁদের ফোনে জানান, খুন করেছে তালিবানরাই। ফলে জানবাজ ও তাঁর পরিবারের বয়ানের ফারাকে শুরু হয়েছে নতুন জল্পনা।