আফতাব আনসারির ফাঁসির সাজা খারিজ, বদলে ৩০ বছরের জেল

আফতাব আনসারির ফাঁসির সাজা খারিজ, বদলে ৩০ বছরের জেল

আফতাব আনসারির ফাঁসির সাজা খারিজ, বদলে ৩০ বছরের জেল----------------------
আমেরিকান সেন্টারে হামলায় মূল অভিযুক্ত আফতাব আনসারির ফাঁসির সাজা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফাঁসির সাজা খারিজ হয়েছে জামিলউদ্দিনেরও। ফাঁসির সাজা খারিজ করে আফতাব আনসারির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

জামিলউদ্দিনের ৩০ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। ২০০২ সালে আমেরিকান সেন্টারে হামলার মূল চক্রী আফতাব আনসারি। হামলার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়।

২০১০ সালে কলকাতার সেশন আদালত আফতাব আনসারি এবং জসিমউদ্দীন সহ ৭জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

First Published: Wednesday, May 21, 2014, 11:37


comments powered by Disqus