Last Updated: Wednesday, May 21, 2014, 11:25
আমেরিকান সেন্টারে হামলায় মূল অভিযুক্ত আফতাব আনসারির ফাঁসির সাজা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফাঁসির সাজা খারিজ হয়েছে জামিলউদ্দিনেরও। ফাঁসির সাজা খারিজ করে আফতাব আনসারির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।