Last Updated: March 20, 2014 15:33
আডবাণীর পর এ বার যশবন্ত সিং। রাজস্থানের বারমেড় লোকসভা আসনে টিকিট চান তিনি। টিকিট না পেলে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়ার হুমকি দিয়েছেন যশবন্ত। আডবাণীর পর যশবন্ত সিংয়ের গলাতেও বিদ্রোহের সুর শোনা যাওয়ায় অস্বস্তিতে বিজেপি। যদিও, প্রকাশ্যে বিষয়টিকে পাত্তা দিতে নারাজ তারা। গতকাল, বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে বারমেড় আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ওই আসনে অবসরপ্রাপ্ত সেনা অফিসার সোনা রামকে বসুন্ধরা রাজে দাঁড় করাতে চাইছেন বলে বিজেপির অন্দরের খবর।
লালকৃষ্ণ আডবাণীকে নিয়ে ফের অস্বস্তিতে বিজেপি।গান্ধীনগর নয়, ভোপাল থেকেই ভোটে লড়তে অনড় আডবাণী। লৌহপুরুষের মান ভাঙাতে আজ সকালে তাঁর বাড়িতে যান নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে দীর্ঘ আলোচনার পরও আডবাণী গান্ধীনগর থেকে দাঁড়াতে রাজি হননি বলেই খবর। এরপর, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইডুর মতো বিজেপির প্রথম সারির নেতানেত্রীরা সকলেই আডবাণীর সঙ্গে দেখা করেন।
তাঁকে ফোন করেন সরসঙ্ঘচালক মোহন ভাগবতও। যদিও, এখনও পর্যন্ত যা খবর, তাতে লোকসভা নির্বাচনে ভোপাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে অনড় বিজেপির লৌহপুরুষ। বিজেপির অন্দরের খবর, ষোল বছরের সাংসদ হওয়া সত্ত্বেও অন্তর্ঘাতের আশঙ্কায় এ বার গুজরাতের গান্ধীনগর থেকে দাঁড়াতে চাইছেন না তিনি। আডবাণীর অনিচ্ছা সত্ত্বেও গতকাল গান্ধীনগর কেন্দ্র থেকেই তাঁর নাম ঘোষণা করে দেয় বিজেপি। এই ইস্যুতে দলের সংসদীয় বোর্ড ও কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক বয়কট করেন আডবাণী।
First Published: Thursday, March 20, 2014, 15:33