Rajstan - Latest News on Rajstan| Breaking News in Bengali on 24ghanta.com
গোঁ ধরলেন যশবন্তও, চান বারমেড় থেকে ভোটে দাঁড়াতে

গোঁ ধরলেন যশবন্তও, চান বারমেড় থেকে ভোটে দাঁড়াতে

Last Updated: Thursday, March 20, 2014, 15:33

আডবাণীর পর এ বার যশবন্ত সিং। রাজস্থানের বারমেড় লোকসভা আসনে টিকিট চান তিনি। টিকিট না পেলে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়ার হুমকি দিয়েছেন যশবন্ত। আডবাণীর পর যশবন্ত সিংয়ের গলাতেও বিদ্রোহের সুর শোনা যাওয়ায় অস্বস্তিতে বিজেপি। যদিও, প্রকাশ্যে বিষয়টিকে পাত্তা দিতে নারাজ তারা। গতকাল, বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে বারমেড় আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ওই আসনে অবসরপ্রাপ্ত সেনা অফিসার সোনা রামকে বসুন্ধরা রাজে দাঁড় করাতে চাইছেন বলে বিজেপির অন্দরের খবর।