Last Updated: March 25, 2014 17:30

পচা ডিম ছুঁডে `দিল্লি কা আম আদমি ম্যান`কে স্বাগত জানাল বেনারস। সঙ্গে থাকল কালির ছেঁটা। মঙ্গলবার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বেনারস সফরটা অনেকটাই নাটকীয় বলা চলে। হেভিওয়েট নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বেনারস কেন্দ্রে ভোটে লড়াটাকে ছোট ঘটনা বলার পর আত্মবিশ্বাসী কেজরিওয়াল ছুটলেন মন্দিরে পুজো দিতে।
সফরের শুরুতে পচা ডিম ছোঁড়া খেয়ে ছিলেন। এরপর ফের বিক্ষোভের মুখে পড়েন আম আদমি পার্টি প্রধান। কিন্তু সেই ট্রেড মার্ক হাসিটা সব সময় ছিল কেজরিওয়ালের গালে।
দিল্লি বিধানসভায় সবাইকে চমকে ভোটে দাঁড়িয়ে ছিলেন তত্কালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে। এত বড় লড়াইয়ে জিতে চমকেও দিয়েছিলেন। কিন্তু বেনারসে নেমে প্রথম দিনে কেজরিওয়াল বুঝলেন বেনারসে মোদীর বিরুদ্ধে লড়াইটা আরও অনেকটা কঠিন।
বেনারসে পৌঁছে গেছেন অরবিন্দ কেজরিওয়াল। সম্ভবত আজই ঘোষণা করবেন আসন্ন লোকসভা নির্বাচনে বেনারস থেকে তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধীতা করবেন কিনা। তবে তার আগে মঙ্গলবার কাশী বিশ্বনাথের মন্দির দর্শনটাও সেরে রাখবেন আপ সুপ্রিমো।
তবে কেজরিওয়াল আগেই জানিয়েছিল মোদীর বিরুদ্ধে বেনারস থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। শুধু নমোর বিরুদ্ধে দাঁড়ানোই নয় নিজের জয় সম্পর্কেও তিনি নিশ্চিত বলে ঘোষণা করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে বেনারসের জনতার মত থাকলে তবেই তিনি নমিনেশন জমা দেবেন এমনটাই জানিয়েছিলেন কেজরিওয়াল।
তবে অধিকাংশ আপ সমর্থকদের বিশ্বাস করেন আজকের বেনারস দর্শন নিছক লৌকিকতা ছাড়া আর কিছুই নয়। তাঁদের মতে ভোটের ময়দানে বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে নামার সিদ্ধান্তটা আপ প্রধান নিয়েই ফেলেছেন। তাঁর প্রখ্যাত মোদী বিরোধীতার প্র্যাকটিকাল প্র্যাকটিসের সূচনাটাও হয়ত হয়ে যাবে এই লোকসভা নির্বাচনের হাত ধরে।
First Published: Tuesday, March 25, 2014, 17:30