দামিনীর মৃত্যুর এক বছর পরেও মানুষের চোখে জল, সঙ্গে লড়াইয়ের শপথ

দামিনীর মৃত্যুর এক বছর পরেও মানুষের চোখে জল, সঙ্গে লড়াইয়ের শপথ

দামিনীর মৃত্যুর এক বছর পরেও মানুষের চোখে জল, সঙ্গে লড়াইয়ের শপথনিশ্চিত মৃত্যুর দিকে ঢলে পড়ছিল জীবন। তার মধ্যেও বাঁচার ইচ্ছে ছিল অনেক। কিন্তু পারেননি। ১৩ দিনের জীবনযুদ্ধ শেষে, এক বছর আগে এই দিনই মারা যান দামিনী। দিল্লি কাণ্ডের নির্যাতিতা। মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করল দিল্লির মানুষ। বাত্সরিক পারলৌকিক ক্রিয়া সেরে দামিনীর বাবার বক্তব্য, আইন বদলালেও, সমাজ বদলায়নি।

এক বছর আগের ২৯ ডিসেম্বর। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান দামিনী। রবিবার মৃত্যুর এক বছর পূর্ণ হল। উত্তরপ্রদেশের বালিয়ায় দামিনীর গ্রামের বাড়িতে হল তাঁর বাত্সরিক পারলৌকিক ক্রিয়া।

ঘটনার পর এক বছর পেরিয়ে গিয়েছে। কিছু কী বদলেছে? দামিনী মৃত্যু বার্ষিকী স্মরণে রবিবার দিল্লিতে পথে নামেন বহু মানুষ। যন্তরমন্তরের প্রতিবাদ মিছিল থেকে বেশিরভাগ মানুষই দোষী নাবালকের মৃত্যুদণ্ড দাবি করেছেন।

First Published: Sunday, December 29, 2013, 20:52


comments powered by Disqus