Last Updated: Sunday, December 29, 2013, 20:52
নিশ্চিত মৃত্যুর দিকে ঢলে পড়ছিল জীবন। তার মধ্যেও বাঁচার ইচ্ছে ছিল অনেক। কিন্তু পারেননি। ১৩ দিনের জীবনযুদ্ধ শেষে, এক বছর আগে এই দিনই মারা যান দামিনী। দিল্লি কাণ্ডের নির্যাতিতা। মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করল দিল্লির মানুষ। বাত্সরিক পারলৌকিক ক্রিয়া সেরে দামিনীর বাবার বক্তব্য, আইন বদলালেও, সমাজ বদলায়নি।