গতির দুনিয়ার পতাকাবাহক এবার সচিনের বদলে হৃত্বিক

গতির দুনিয়ার পতাকাবাহক এবার সচিনের বদলে হৃত্বিক

গতির দুনিয়ার পতাকাবাহক এবার সচিনের বদলে হৃত্বিকগতির দুনিয়ায় এবার পতাকাবাহকের ভূমিকায় ক্রিকেটের পরিবর্ত হিসাবে দেখা যাবে বলিউডকে। সচিনের বদলি হৃত্বিক রোশন। না মুম্বইয়ে রঞ্জি দল বা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে নয়, ফর্মূলা ওয়ান ট্র্যাকে সচিনের পরিবর্তে এবার পতাকা হাতে দেখা যাবে হৃত্বিককে। গতবার একটি সংস্থা থেকে তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সচিন তেন্ডুলকরকে দায়িত্ব দেওয়া হয়েছিল পতাকা তুলে প্রতিযোগীতার উদ্বোধনের। সাধারণত তারকাদেরই দেখা যায় এই ভূমিকায়। কিন্তু এবার রঞ্জি ম্যাচ থাকায় বুদ্ধ সার্কিটে থাকতে পারবেননা সচিন। ফলে এবছর বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনকেই দেখা যাবে সেই ভূমিকায়।

First Published: Saturday, October 27, 2012, 18:38


comments powered by Disqus