F1 India - Latest News on F1 India| Breaking News in Bengali on 24ghanta.com
গতির দুনিয়ার পতাকাবাহক এবার সচিনের বদলে হৃত্বিক

গতির দুনিয়ার পতাকাবাহক এবার সচিনের বদলে হৃত্বিক

Last Updated: Saturday, October 27, 2012, 18:38

গতির দুনিয়ায় এবার পতাকাবাহকের ভূমিকায় ক্রিকেটের পরিবর্ত হিসাবে দেখা যাবে বলিউডকে। সচিনের বদলি হৃত্বিক রোশন। না মুম্বইয়ে রঞ্জি দল বা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে নয়, ফর্মূলা ওয়ান ট্র্যাকে সচিনের পরিবর্তে এবার পতাকা হাতে দেখা যাবে হৃত্বিককে। গতবার একটি সংস্থা থেকে তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সচিন তেন্ডুলকরকে দায়িত্ব দেওয়া হয়েছিল পতাকা তুলে প্রতিযোগীতার উদ্বোধনের।