Last Updated: October 10, 2012 17:16

সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢড়ার পর এবার কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদ। ভারতীয় রাজনীতির বাইশ গজে নতুন ইনিংস শুরু করা অরবিন্দ কেজরিওয়ালের নিশানায় ফের আরও এক সোনিয়া ঘনিষ্ঠ মন্ত্রী। দুর্নীতি ইস্যুতে কেজরিওয়াল স্টিং অপরেশনে অভিযুক্ত সলমন খুরশিদের পদত্যাগের দাবি তুলেছেন। সেই সঙ্গে সলমন খুরশিদের স্ত্রীকে গ্রেফতার করা উচিৎ বলে মন্তব্য করেন কেজরিওয়াল।
একটি বেসরকারি চ্যানেলের স্টিং অপারেশনে দেখানো হয়, জাকির হুসেন মেমোরিয়াল ট্রাস্টের শীর্ষকর্তারা উত্তরপ্রদেশ সরকারের উচ্চপদস্থ আমলাদের সই নকল করে কয়েক লক্ষ টাকা নয়ছয় করেছেন। এই ট্রাস্টের প্রধান সলমন খুরশিদ। ট্রাস্টের কাজকর্ম দেখাশোনা করেন তাঁর স্ত্রী। কেজরিওয়াল সেই স্টিং অপারেশনের ঘটনাকে সামনে এনে কংগ্রেস বিরোধিতায় সুর চড়ালেন।
সলমন খুরশিদ, অরবিন্দ কেজরিওয়াল, স্টিং অপারেশন, জাকির হুসেন মেমোরিয়াল ট্রাস্ট
First Published: Wednesday, October 10, 2012, 17:16