Last Updated: Saturday, February 16, 2013, 16:16
যথাযথ আইন মেনেই ভিভিআইপি চপার চুক্তি হয়েছে বলে দাবি করলেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। ইউপিএর স্বচ্ছতার দাবি তুলে খুরশিদ শনিবার বলেন, "আমার মনে হয় বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করার প্রয়োজন নেই। এটা জাতীয় বিষয়। সরকার সমস্ত পদ্ধতি মেনেই এই চুক্তি করেছে।" দু`দিনের বাংলাদেশ সফরে এ দিন ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথার সময় কেন্দ্রীয়মন্ত্রী এ কথা বলেন।