Last Updated: August 2, 2013 20:08

নিয়ম ভেঙে ভাঙড় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। গত ৩১শে জুলাই ভাঙড় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে তাঁকে সরিয়ে দেন কলেজ গভর্নিং বডির সভাপতি আরাবুল ইসলাম।
আরাবুল ইসলাম যে বেনিয়ম করেছেন, তা মেনে নিচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। বেনিয়মের অভিযোগটা অবশ্য মানতে নারাজ আরাবুল ইসলাম। কিন্তু আরাবুল যে নিয়ম ভেঙেছেন তা মেনে নিচ্ছেন অধ্যক্ষ পরিদের সদস্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মিলন পালও।
First Published: Friday, August 2, 2013, 20:08