Last Updated: Saturday, June 1, 2013, 13:18
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের একটি পঞ্চায়েত সমিতিতে শাসকদলের প্রার্থী আরাবুল ইসলাম। গতকাল ভাঙর দুনম্বর ব্লক বিডিও অফিসে মনোনয়পত্র জমা দেন তিনি। রেজ্জাক মোল্লার ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরাবুল ইসলামকে প্রার্থীপদ দেওয়া নিয়ে ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক। প্রশ্ন উঠছে, বিরোধী-আক্রমণের জন্যেই কি পঞ্চায়েতে প্রার্থীপদ দিয়ে পুরস্কৃত করা হল আরাবুল ইসলামকে?