Agra: Auto driver stabs American wife to death, blows himself up

বিদেশী বউকে হত্যা করল আগ্রার অটোচালক

 বিদেশী বউকে হত্যা করল আগ্রার অটোচালকফিল্মি শোনাল! না কী বিদেশী উপন্যাস! আগ্রার অটো চালকের প্রেমে পড়েন মার্কিন মহিলা। বছর খানেক আগে বিয়েও হয় তাঁদের। প্রেমের এমন করুণ পরিণতি হবে হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওই মহিলা।

বিদেশী বউকেই ছুড়ি দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী। পরে নিজেও আত্মহত্যা করেন ওই ব্যক্তি। মার্কিন সমাজকর্মী এরিয়ান ওরোফে কিরণ শর্মা আগ্রার অটোচালক বান্টি শর্মাকে বিয়ে করেন গত বছর। ৩৫ বছর বয়সে আগ্রা বেড়াতে এসে অশোকের সঙ্গে প্রেম কিরণের। গতকাল রাত ৮টা নাগাদ স্বামীর অটো থেকেই কিরণের দেহ উদ্ধার করে পুলিস। দেহে ছুড়ি দিয়ে আঘাতের চিহ্ণ রয়েছে বলে পুলিস জানিয়েছে।

নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রান্নার গ্যাস লিক করিয়ে আগুন ধিরিয়ে দেন আশোক। বিস্ফোরণের মৃত্যু হয় তাঁরও। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও পুলিস কুকুর। দিল্লিতে মার্কিন দূতাবাসকে খবর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। খবর পৌঁছেছে মার্কিন মুলুকেও।

পারিবারিক অশান্তির জেরেই দম্পতীর এই পরিণতি হয়েছে বলে অনুমান পুলিসের।

First Published: Saturday, February 22, 2014, 13:03


comments powered by Disqus