Last Updated: Saturday, January 4, 2014, 15:33
মধ্যমগ্রাম কাণ্ডে মুখ্যমন্ত্রী ন্যায় বিচার করেননি। এই ঘটনায় তিনি সংবেদনশীল নন। মধ্যমগ্রাম কাণ্ডে মৃত মহিলার পরিবারের সঙ্গে দেখা করতে এসে এই অভিযোগ করলেন বিহার বিজেপির মহিলা শাখার প্রতিনিধিরা। আজ সকাল এগারোটা নাগাদ বিহারের প্রাক্তন মন্ত্রী রেণু দেবী, বিহার বিধান পরিষদের সদস্য কিরণ ঘাই ও বিজেপি অল ইন্ডিয়া এগজিকিউটিভ কাউন্সিলের দুই সদস্য আসেন হাওড়া স্টেশনে। ওই মহিলাকে একাধিকবার ধর্ষণ ও তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন তাঁরা। তাঁদের বক্তব্য, এধরনের ঘটনা শুধু বিহার বা বাংলার বিষয় নয়। এটা সারা দেশের পক্ষেই লজ্জার। এরপরই দুপুর দুটো নাগাদ নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা।