Last Updated: March 5, 2012 12:27

রাত পোহালেই ৫ রাজ্যের বিধানসভা ভোট গণনা। বাজেটের আগে এই নির্বাচনের ফলাফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে। হিন্দি বলয়ের সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ। এই রাজ্যটিতে `পরিবর্তন না প্রত্যাবর্তন`? উত্তরটা পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবার। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের একজিট পোল সমীক্ষায় এগিয়ে রয়েছে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি। কিন্তু `বহেনজি` মায়াবতীর সঙ্গে কংগ্রেসের জোট হওয়ার সম্ভাবনার তৈরির ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা বেণীপ্রসাদ ভার্মা। সে ক্ষেত্রে সমীকরণটা অনেকটাই পরিবর্তন হতে পারে।
রবিবার বেণীপ্রসাদ জানান, জোট গড়লে তিনি ব্যক্তিগত ভাবে পছন্দ করবেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-কেই। তাঁর মতে, সমাজবাদী পার্টি মূর্খদের দল। কিন্তু বিএসপি দলিত সম্প্রদায়ের দল। যদিও বেণীপ্রসাদের মতামত নিয়ে কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি জানিয়েছেন, এটা তাঁর ব্যক্তিগত মতামত। ফল ঘোষণার পর সব কিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবে হাইকম্যান্ড। তাত্পর্যপূর্ণভাবে, সমাজবাদী পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দেন বেণীপ্রসাদ ভার্মা। এবং বহুজন সমাজ পার্টি ছেড়ে কংগ্রেসে এসেছেন আলভি। সংবাদমাধ্যমগুলির একজিট পোল অনুযায়ী, উত্তরপ্রদেশে চতুর্থস্থানে থাকছে কংগ্রেস। এসপি, বিএসপি ও বিজেপির পরে। সূত্রে খবর, বিজেপির সঙ্গে জোট গড়তে আলোচনা চালাচ্ছে বিএসপি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস। একজিট পোলের হিসাবে, উত্তরাখণ্ডে ৩২ থেকে ৪২টি আসন পেতে পারে কংগ্রেস। অন্যদিকে, পাঞ্জাবে কংগ্রেসের ঝুলিতে পড়তে পারে ৫৮ থেকে ৬২টি আসন। গোয়াতেও আবার ক্ষমতা ধরে রাখার সম্ভাবনা প্রবল কংগ্রেসের।
First Published: Monday, March 5, 2012, 12:27