Last Updated: Monday, March 5, 2012, 12:27
রাত পোহালেই ৫ রাজ্যের বিধানসভা ভোট গণনা। বাজেটের আগে এই নির্বাচনের ফলাফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে। হিন্দি বলয়ের সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ। এই রাজ্যটিতে `পরিবর্তন না প্রত্যাবর্তন`? উত্তরটা পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবার।