Last Updated: January 20, 2012 14:44

রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে চেয়ে দিল্লিতে ফ্যাক্স পাঠিয়েছিলেন মনোজ চক্রবর্তী। কংগ্রেস হাইকমান্ড মনোজ চক্রবর্তীর ইচ্ছা মেনে নিয়ে প্রদেশ কংগ্রেসকে বিষয়টি জানিয়ে দিয়েছে এআইসিসি।
মঙ্গলবার মহাকরণে দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন মন্ত্রী মনোজ চক্রবর্তী। পদত্যাগের হুমকি দিয়ে মনোজবাবু বলেন, স্বৈরাচারি সরকারের মন্ত্রিসভায় তিনি আর একদিনও থাকতে নারাজ। মন্ত্রী হিসেবে তিনি আর মহাকরণে ফিরবেন না বলেও সাংবাদিকদের জানিয়েছিলেন মনোজ চক্রবর্তী। `বিদ্রোহী` নেতার পাশে দাঁড়িয়েছিলেন দীপা দাসমুন্সি ও দলের প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে আলোচনা করে তাঁর ইস্তফাদানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রদেশ সভাপতি। হাইকম্যান্ড চেয়েছিলেন উত্তরপ্রদেশের নির্বাচন পর্যন্ত ধীরে চলো নীতিতে চলুক প্রদেশ নেতৃত্ব। কিন্তু পদত্যাগের যে ফ্যাক্স পাঠিয়েছিলেন মনোজ চক্রবর্তী তা অবশেষে মেনে নিয়েছে কংগ্রেস হাইকমান্ড। তবে, মনোজ চক্রবর্তীর জায়গায় কংগ্রেস কাকে মন্ত্রী করবে, তা এখনও জানানো হয়নি। সম্ভাব্যদের তালিকায় উঠে এসেছে ইংরেজবাজারের বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শান্তিপুরের বিধায়ক অজয় দের নাম।
First Published: Friday, January 20, 2012, 23:12