Last Updated: Monday, November 5, 2012, 19:40
ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল রবিবারের রামলীলা ময়দান থেকেই। প্রত্যাশিত ভাবেই রাহুল গান্ধীকে কংগ্রেসের `নম্বর টু` হিসাবে তুলে ধরতে শুরু করল এআইসিসি। সোমবার দলের তরফে জানানো হয়েছে, সোনিয়া গান্ধীর পরেই অধিষ্ঠান করছেন সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। যদিও তাঁর নতুন পদ নিয়ে কিছুই জানাতে চায়নি দল।