Last Updated: June 25, 2013 19:30

উত্তরাখণ্ডে উদ্ধারকার্যে মোতায়েন বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ল মঙ্গলবার দুপুরে। গৌরীকুণ্ডের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। চপারটিতে সওয়ার ৮ জনেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে ৫ জন বায়ুসেনার জওয়ান ও বাকি তিন জন সাধারণ নাগরিক।
আম আই-১৭ ভি৫ চপারটি কেদারনাথ থেকে গুপ্তকাশি যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনাটি ঘটে। বন্যা বিপর্যস্ত ওই এলাকায় পৌঁছনোর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে উদ্ধারকাজ ও ত্রাণ পৌঁছনোর একমাত্র উপায় আকাশপথই। তবে এই দুর্ঘটনার জেরে উদ্ধারকাজ ব্যহত হবে না বলেই জানানো হয়েছে। ঘটনার তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
First Published: Tuesday, June 25, 2013, 20:11