Last Updated: Tuesday, July 2, 2013, 12:37
বদ্রীনাথে শেষ হল উদ্ধার কার্য। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরাখণ্ডে নিখোঁজের সংখ্যা ১১,০০০। নদী তীরবর্তী অঞ্চলে বাড়ি এবং হোটেল নির্মাণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখণ্ড সরকার। বন্যায় নদীর তীরবর্তী বহু বেআইনি বাড়ি, হোটেল ও লজ ধ্বংস হয়েছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। একইসঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরাখণ্ডের পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য একটি পৃথক পর্ষদ গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, উত্তরাখণ্ডে আরও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।