Last Updated: May 14, 2012 10:07

এয়ার ইন্ডিয়ার পাইলটদের ধর্মঘট সপ্তম দিনে পড়ল। সোমবারও ১৪ টি আন্তর্ডাতিক উড়ান-সহ মোট ২৪ উড়ান বাতিল হয়েছে। ধর্মঘট প্রত্যাহার না-হওয়া পর্যন্ত কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার সমস্ত আন্তর্জতিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে বলে খবর। পাইলটদের লাগাতার ধর্মঘটে চরম দুর্ভোগে যাত্রীরা। রবিবার রাত থেকে সোমবার ভোরে মুম্বইয়ে পথ অবরোধের চেষ্টা করেন তাঁরা। উড়ান সংক্রান্ত যথাযথ তথ্যের দাবিতেই তাঁদের এই বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ জওয়ানদের হস্তক্ষেপ করতে হয়।
পাইলটদের ধর্মঘটের জেরে ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের ৯৬ কোটি টাকা ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ৭৬ জন পাইলটকে বরখাস্ত করা হয়েছে। এদিকে, অচলাবস্থা কাটাতে আজই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবে ইন্ডিয়ান পাইলট গিল্ড। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া কর্তপক্ষের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে একজিকিউটিভ পাইলট অ্যাসোসিয়েশন।
First Published: Monday, May 14, 2012, 10:07