Last Updated: Monday, December 19, 2011, 21:49
দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় ব্যবসায়ীদের ধর্মঘট সাতদিনে পড়ল। কলকাতার কমিশনার অফ কাস্টমস প্রিভেন্টিভের সাম্প্রতিক নির্দেশ প্রত্যাহারের দাবিতে ধর্মঘটে গিয়েছেন ব্যবসায়ীরা। আগে হিলি সামীন্তের কাস্টমস অফিসেই ১০ লাখ টাকা পর্যন্ত পন্যের কাগজপত্র তৈরি হত।