দ্বিতীয়বার মা হতে চলেছেন ঐশ্বর্য?

দ্বিতীয়বার মা হতে চলেছেন ঐশ্বর্য?

দ্বিতীয়বার মা হতে চলেছেন ঐশ্বর্য? বচ্চন পরিবারে কি নতুন সুসংবাদ আসতে চলেছে? দ্বিতীয় বারের জন্য নাকি মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। বলিউডি পাড়ার এখন এই নিয়েই চলছে জোড় গুঞ্জন। সম্প্রতি একটি প্রথম সাড়ির দৈনিক এমনটাই দাবি করেছে। রাই সুন্দরী নাকি এই কারণেই তাঁর বাড়তি কিছু কিলোগ্রাম ঝড়িয়ে ফেলতে বিশেষ উৎসাহ দেখাচ্ছেন না।

মনি রত্ননের নতুন স্বপ্নের প্রজেক্ট একটি তামিল ছবির হাত ধরেই রুপোলী পর্দায় ফেরার কথা ছিল অভিষেক গৃহিণীর। তবে তাঁর গর্ভাবস্থার কথা যদি সত্যি হয় তবে এই সিনেমার ভাগ্য নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

ঐশ্বর্যের ঘনিষ্ট বন্ধু প্রহ্লাদ কক্কর তাঁর ছবি `হ্যাপি অ্যানিভার্সারি`-সিনেমাটি তার বহু চর্চিত কাস্টিং নিয়ে ইতিমধ্যেই খবরের শিরোনাম দখল করে নিয়েছিল। এই ছবিতে নাকি একই সঙ্গে সুস্মিতা সেন আর ঐশ্বর্য রাইকে অভিনয় করার জন্য রাজি করিয়ে ফেলেছিলেন প্রহ্লাদ। ঐশ্বর্যর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন যদি সত্যি তাহলে এই ফাটাফাটি কাস্টিংয়ের সিনেমার কপালেও সিঁদুরে মেঘ ঘনিয়ে আসার সম্ভাবনা ষোলআনা আছে বইকি।

প্রথমবার মা হওয়ার সময় মধুর ভান্ডারকরের `হিরোইন` ছবি ছাড়তে হয়েছিল ঐশ্বর্যকে। পরে এই ছবি গিয়েছিল করিনা কাপুরের ঝুলিতে।

First Published: Saturday, April 26, 2014, 19:53


comments powered by Disqus