Last Updated: Saturday, April 26, 2014, 19:53
বচ্চন পরিবারে কি নতুন সুসংবাদ আসতে চলেছে? দ্বিতীয় বারের জন্য নাকি মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। বলিউডি পাড়ার এখন এই নিয়েই চলছে জোড় গুঞ্জন। সম্প্রতি একটি প্রথম সাড়ির দৈনিক এমনটাই দাবি করেছে। রাই সুন্দরী নাকি এই কারণেই তাঁর বাড়তি কিছু কিলোগ্রাম ঝড়িয়ে ফেলতে বিশেষ উৎসাহ দেখাচ্ছেন না।