মনি স্যরের হাত ধরেই অভিনয়ে ফিরছেন মা ঐশ্বর্য

মনি স্যরের হাত ধরেই অভিনয়ে ফিরছেন মা ঐশ্বর্য

মনি স্যরের হাত ধরেই অভিনয়ে ফিরছেন মা ঐশ্বর্য মনিরত্নমের হাত ধরেই ইরুভার ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন ঐশ্বর্য রাই। তখনও বচ্চন নাম তাঁর সঙ্গে জোড়েনি। মনিরত্নমের ছবি গুরু থেকেই অভিষেকের সঙ্গে প্রেমপর্বের শুরু। বিয়ের পরেও সেই মনি স্যরের রাবন ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন অভি-অ্যাশ। এবারে সেই মনি স্যরের হাত ধরেই অভিনয়ে ফিরতে চলেছেন ঐশ্বর্য।

সূত্রে খবর, অভি-অ্যাশের সঙ্গে মনিরত্নমের সমীকরণ বরাবরাই অসাধারণ। কিন্তু এবারে মনির চরিত্রে নারী চরিত্রই প্রধান। মা হওয়ার পর ঐশ্বর্যও কাজের ব্যাপারে খুবই সাবধানী হয়ে উঠেছেন। আরাধ্যা প্লে স্কুলে ভর্তি হওয়ার পরই কামব্যাকের কথা ভাবছিলেন তিনি।

মনি স্যর বা বনশালিই ছিল তাঁর কামব্যাকের প্রথম পছন্দ। রাম-লীলা ছবিতে আইটেম নম্বর করার কথা ছিল তাঁর। কিন্তু গানের কিছু কথা নিয়ে আপত্তি ছিল তাঁর। কথা বদলাতে বনশালি রাজি না হওয়ায় তাঁর জায়গায় আসেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে ভবিষ্যতে বনশালির ছবিতেও কাজ করতে যথেষ্ট আগ্রহী তিনি।

First Published: Tuesday, January 21, 2014, 17:23


comments powered by Disqus