Last Updated: Tuesday, January 21, 2014, 17:23
মনিরত্নমের হাত ধরেই ইরুভার ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন ঐশ্বর্য রাই। তখনও বচ্চন নাম তাঁর সঙ্গে জোড়েনি। মনিরত্নমের ছবি গুরু থেকেই অভিষেকের সঙ্গে প্রেমপর্বের শুরু। বিয়ের পরেও সেই মনি স্যরের রাবন ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন অভি-অ্যাশ। এবারে সেই মনি স্যরের হাত ধরেই অভিনয়ে ফিরতে চলেছেন ঐশ্বর্য।