Last Updated: May 22, 2014 19:09

দেরি করে হলেও রেড কার্পেটে পা রেখেই সকলকে চমকে দিয়েছেন স্বপ্নসুন্দরী। মেদ ঝরিয়ে আবার পুরনো গ্ল্যামারে কানে এবার তিনিই সেরা। ঐশ্বর্য রেড কার্পেটে হাঁটার এক ঘণ্টার মধ্যে ইন্টারনেটে ছবি ছড়িয়ে পড়েছিল। আর ঠিক এক দিনই পরই ফের নিন্দুকদের সমালোচনার মুখে পড়তে হল তাঁকে। ঐশ্বর্যর পোশাক নাকি কপি! তাঁর অনেক আগেই এই বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে হুবুহু একই পোশাক পরেছিলেন আরেক সুন্দরী।
সোনালি রঙের স্ট্র্যাপলেস মারমেড গাউনে সকলকে চমকে দিয়েছেন অ্যাশ। রবার্তো ক্যাভিলি গাউনের সঙ্গে সফট কার্লের খোলা চুল ও রুবি লাল লিপস্টিকে এটাই বোধহয় ১২ বছরে তাঁর সর্বসেরা লুক। তবে সাজার আগে আরেকটু সতর্ক হতে পারতেন তিনি। সম্পূর্ণ একই পোশাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে দেখা গিয়েছিল ব্রডওয়ে অভিনেত্রী ক্রিস্টিন সেনোওয়েথকে। তবে নকলনবিশ তকমা মিললেও তা খুব একটা ছুঁতে পারেনি অ্যাশকে। বরং ক্রিস্টিন সেনোওয়েথকে রেড কার্পেটে টেক্কা দিয়েছেন তিনি।
শুধু ক্রিস্টিন নয়, এবারের কানে প্রায় সকলকেই পিছনে ফেলে দিয়েছেন বচ্চন বহু।
First Published: Thursday, May 22, 2014, 19:09