Last Updated: Thursday, May 22, 2014, 19:09
দেরি করে হলেও রেড কার্পেটে পা রেখেই সকলকে চমকে দিয়েছেন স্বপ্নসুন্দরী। মেদ ঝরিয়ে আবার পুরনো গ্ল্যামারে কানে এবার তিনিই সেরা। ঐশ্বর্য রেড কার্পেটে হাঁটার এক ঘণ্টার মধ্যে ইন্টারনেটে ছবি ছড়িয়ে পড়েছিল। আর ঠিক এক দিনই পরই ফের নিন্দুকদের সমালোচনার মুখে পড়তে হল তাঁকে। ঐশ্বর্যর পোশাক নাকি কপি! তাঁর অনেক আগেই এই বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে হুবুহু একই পোশাক পরেছিলেন আরেক সুন্দরী।