মেদ ঝরিয়ে ফের তন্বী ঐশ্বর্য

মেদ ঝরিয়ে ফের তন্বী ঐশ্বর্য

মেদ ঝরিয়ে ফের তন্বী ঐশ্বর্য মা হওয়ার পর থেকেই অতিরিক্ত মেদবহুল চেহারা নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। লম্বা, ঘের দেওয়া অনরকলিতে বারবার দেখা গেছে ঐশ্বর্যকে। তবে শেষ দু`মাসে কিছুটা মেদ ঝরিয়ে ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আর এবারে নতুন ফটোশুটে তাঁকে দেখা গেল একেবারে অন্য চেহারায়। সম্প্রতি লোধা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন ঐশ্বর্য। ফটোশুটে তাঁকে দেখা গেল একেবারে পুরনো চেহারায়। স্লিম অ্যান্ড গ্ল্যামারাস।

এই বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালেও মেদের জন্য সমালোচিত হয়েছেন ঐশ্বর্য। সম্প্রতি একটি গয়নার বিজ্ঞাপনেও তাঁকে বেশ মেদবহুল দেখায়। অবশেষে সেইসব পিছনে ফেলে আবার নতুন চেহারায় আবির্ভূত হলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। লোধা গ্রুপের দ্য পার্ক-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি।

First Published: Sunday, August 25, 2013, 11:20


comments powered by Disqus