Last Updated: Friday, November 16, 2012, 14:14
দিওয়ালির সন্ধেবেলা পুরো বচ্চন পরিবারকে দেখা গিয়েছিল ঝাঁ চকচকে লাল-কালো বিএমডব্লিউ মিনি কুপারে। বচ্চন পরিবারের কাছে এ আর এমন কী ঘটনা। চমকের রহস্যটা সামনে এল এইবার। প্রথম জন্মদিনে মা-বাবার কাছ থেকে এই গাড়িটিই উপহার পেয়েছেন আরাধ্যা। জন্মের আগে থেকেই যিনি সেলিব্রিটি তার প্রথম জন্মদিন বোধহয় এর থেকে কমে হয় না। ভারতে বিএমডব্লিউয়ে সম্ভবত কনিষ্ঠতম মালকিনের নাম আরাধ্যা বচ্চন।