Last Updated: October 7, 2013 12:07

অবশেষে আনারকলি ছেড়ে বেরোলেন ঐশ্বর্য। গত দু`বছর ধরে আনরকলিতেই নিজের অতিরিক্ত মেদবহুল চেহারা ঢেকে রেখেছিলেন তিনি। সন্তান জন্মের ২ বছর পরও শরীরের অতিরিক্ত চর্বির জন্য কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছে একদা মিস ওয়ার্ল্ডকে। তবে এবারে তিনি খোলস ছেড়ে বেরোলেন।
নবলেস ইন্ডিয়ার প্রথম ম্যাগাজিনের প্রথম কভার গার্ল হচ্ছেন ঐশ্বর্য। সেই পুরনো চেহারায়, আর একেবারে নতুন লুকে। নাম, দ্য রিটার্ন অফ দ্য কুইন। ভারী আনারকলি ছেড়ে অবশেষে তাঁকে দেখা গেল স্কিম্পি ড্রেসে।
২০১০ সালে গুজারিশ ছবিতে শেষ দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। শোনা যাচ্ছে খুব শিগগিরই বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন তিনি।
First Published: Monday, October 7, 2013, 12:07