আজ দশমী

আজ দশমী

আজ দশমীপাঁচটা দিন ছেলে পুলে নিয়ে বাপের ঘরে কাটিয়ে আজ ফের কৈলাসে ফিরবেন উমা। মায়ের হাজার আর্তি সত্ত্বেও নিষ্ঠুর নবমী নিশি ফুরিয়ে সূর্য ওঠে। গিরিরাজের ঘর থেকে ভোলানাথের ঘরে ফিরে চললেন গণেশজননী। উত্সবে আমোদে পাঁচটা দিন কাটিয়ে বাঙালির ঘরে ঘরে তাই আজ বিষাদের সুর। নীলকণ্ঠ পাখি বার্তা পৌঁছে দিয়েছে শিবের কাছে। গৌরীকে ফিরিয়ে নিতে মর্তে হাজির হয়েছেন ভোলানাথ। দর্পণে ত্রিনয়নীর মুখে সেই বিষাদেরই ছায়া। ঘরের মেয়েকে পান, সিঁদুরে বরণ করে যাত্রার ঘট সাজিয়ে দিতে তৈরি বাঙলার মায়েরা। পারিবারিক পুজোর নাটমন্দির থেকে বারোয়ারি পুজোর মণ্ডপ, সিঁদুর খেলা আর দেবীবরণের পালা শুরু সকাল থেকেই। গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয়ে গেছে বিসর্জনের পালা। সাত পাক ঘুরে গঙ্গায় ভেসে যাওয়ার আগে দেবীর কানে কানে আজ বলে দিতে হবে, আবার এসো মা।

First Published: Thursday, October 6, 2011, 08:35


comments powered by Disqus