Last Updated: Thursday, October 6, 2011, 08:39
পাঁচটা দিন ছেলে পুলে নিয়ে বাপের ঘরে কাটিয়ে আজ ফের কৈলাসে ফিরবেন উমা। মায়ের হাজার আর্তি সত্ত্বেও নিষ্ঠুর নবমী নিশি ফুরিয়ে সূর্য ওঠে। গিরিরাজের ঘর থেকে ভোলানাথের ঘরে ফিরে চললেন গণেশজননী। উত্সবে আমোদে পাঁচটা দিন কাটিয়ে বাঙালির ঘরে ঘরে তাই আজ বিষাদের সুর।