মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ কে অ্যান্টনি

মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ কে অ্যান্টনি

মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ কে অ্যান্টনিমহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। বৈঠকের বিষয়বস্তু নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি। তবে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকারকে সবরকম সহায়তা করা হবে। তাঁর এই বক্তব্যের পর মনে করা হচ্ছে, বৈঠকে আর্থিক প্যাকেজ নিয়ে আলোচনা হয়েছে। যদিও, আলোচনা কতটা ইতিবাচক তা এখনও স্পষ্ট নয়।

গতকাল, সংসদে ক্যাগ রিপোর্ট পেশ হওয়ার পর আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নতুন করে কোণঠাসা ইউপিএ সরকার। সংসদের অধিবেশনে এ নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হবে কেন্দ্রকে। এই অবস্থায় শরিক তৃণমূলকে পাশে পেতে মরিয়া কংগ্রেস। সোনিয়া গান্ধীর দূত অ্যান্টনিকে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও আশ্বাস দিয়েছেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুকুল রায় ও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে মহাকরণে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। এরপর রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গেও দেখা করবেন তিনি।





First Published: Saturday, August 18, 2012, 15:35


comments powered by Disqus