Last Updated: Saturday, August 18, 2012, 12:57
মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। বৈঠকের বিষয়বস্তু নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি। তবে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকারকে সবরকম সহায়তা করা হবে। তাঁর এই বক্তব্যের পর মনে করা হচ্ছে, বৈঠকে আর্থিক প্যাকেজ নিয়ে আলোচনা হয়েছে। যদিও, আলোচনা কতটা ইতিবাচক তা এখনও স্পষ্ট নয়।