Last Updated: August 25, 2012 21:14

বলিউডের বর্ষীয়ান অভিনেতা এ.কে.হাঙ্গল অসুস্থ। গত সপ্তাহে তাঁকে মুম্বইয়ের আশা পারেখ হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর ছেলে বিজয় হাঙ্গল বলেন, "এই মূহূর্তে বাবার অবস্থা খুবই আশঙ্কাজনক। শ্বাসকষ্টজনিত কারণে আপাতত তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে।" বিজয় আরও জানিয়েছেন, বাড়িতে বাথরুম যাওয়ার সময় হাঙ্গল পড়ে গিয়ে গুরুতর চোট পান। চিকিতসকরা জানিয়েছেন `হিপ ফ্র্যাকচার` হয়েছে তাঁর। ডাক্তারি পরীক্ষার পর তাঁর অন্যান্য জটিলতা ধরা পড়েছে। তাই কোনোরকম অস্ত্রপ্রচারের ঝুঁকি নিতে চাননি হাঙ্গালের চিকিতসকরা।
তাছাড়া বুকে কনজেশন হওয়ায় আলাদা করে চিকিতসা চলছে তাঁর। ৯৮-এর এই সফল অভিনেতা প্রায় ৬০-এর দশক ধরে হিন্দি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। সম্প্রতি তাঁকে `মধুবালা`-নামে টিভি শোতে আবার রূপোলী পর্দায় দেখা গিয়েছিল। `শোলে`, `লাগান`, `বালিকা বধু`, `অভিমান`, `নমক হারাম`, `সত্যম শিবম সুন্দরম` প্রভৃতি ছবিতে তাঁর অভিনীত চরিত্রগুলি আজও দর্শক মনে দাগ কাটে।
First Published: Saturday, August 25, 2012, 21:14