Last Updated: Thursday, April 10, 2014, 16:57
নিরামিষ ডায়েট আসলে অনেক বেশি স্বাস্থ্যকর। যারা এই ধারণা মনের মধ্যে লালন করেন উদ্দেশ্যে বলা এই বার এই ভুল মিথ ভেঙে বেড়িয়ে আসুন। গবেষণা বলছে স্বাস্থ্য ও সুস্থতার বিচারে আমিষাশীরা গুনে গুনে বেশ কয়েক গোল দিতে পারে নিরামিষাশীদের।