Last Updated: June 1, 2014 21:56
মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেসে অন্য কারুর অস্তিত্ব নেই। তৃণমূল নেত্রীর সিদ্ধান্তই দলে শেষ কথা। এই ভাষাতেই তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন জেলার তৃণমূলের কার্যকরী সভাপতি অখিল গিরি।
যুব তৃণমূল সভাপতির পদ খোয়ানোর পর শনিবার প্রথম মুখ খুললেন সাংসদ শুভেন্দু অধিকারী। শনিবার খঞ্চিতে সংবর্ধনা সভায়।অধিকারী পরিবারের ডানা ছাটতে বিরোধী শিবিরের অখিল গিরিকে পূর্ব মেদিনীপুরের কার্যকরী সভাপতি পদে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকের সাংসদ নাম না করে দলের নেতৃত্বকে আক্রমণের চব্বিশ ঘণ্টার মধ্যেই পাল্টা আক্রমণে রামনগরের বিধায়ক।
দলেরই অনেক সাংসদের জয়কে শনিবার কটাক্ষ করেছিলেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী, তৃণমূল সাংসদ রবিবার অখিলের পাল্টা জবাব, উপরে থুথু ছেটালে নিজের গায়েও পড়ে। শুভেন্দুর অপসারণের প্রতিবাদে রবিবার নন্দীগ্রামের সোনাচুড়া ও ভুতার মোড়ে অবরোধ করেন শুভেন্দু-অনুগামীরা। লোকসভা ভোটে বিপুল জয়ের পরেও শুভেন্দু-কাণ্ডে অস্বস্তিতে শাসক দল। এই জল কি অনেক দূর গড়াবে? প্রশ্নটা ঘুরছে আমআদমির মনেও।
First Published: Sunday, June 1, 2014, 21:56