Last Updated: Friday, May 30, 2014, 16:45
তৃণমূলের সাংগঠনিক পদে বড়সড় রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিককালের মধ্যে দলে এতবড় রদবদল হয়নি। তৃণমূল যুব কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে। এই পদের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিত্র খাঁকে। কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল শুভেন্দু অধিকারীর। শুধু শুভেন্দু অধিকারী নয়, কোপে পড়েছেন শিশির অধিকারীও। শিশির অধিকারীর সঙ্গেই পূর্ব মেদিনীপুরে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অখিল গিরিকে। সরিয়ে দেওয়া হয়েছে মালদা জেলার সভানেত্রী সাবিত্রী মিত্রকে। মালদা জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মোয়াজ্জেম হোসেনকে। মুর্শিদাবাদের জেলা পর্যবেক্ষক করা হয়েছে ইন্দ্রনীল সেনকে।