Last Updated: September 28, 2012 21:17

ছেলে আগেই ছিল। এবারে মেয়ের জন্মে পূর্ণতা পেল তাঁর পরিবার। মঙ্গলবার সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ফেললেন অক্ষয় কুমার। মেয়ের জন্মের পর গর্বিত বাবা টুইট করেন, "নিজের সন্তানকে প্রথমবার কোলে নেওয়ার থেকে বেশি আনন্দের পৃথিবীতে কিছু হতে পারে না। এই খুশি আমি ভাষায় ব্যাখ্যা করতে পারবো না"।
মঙ্গলবার মুম্বইয়ের এক হাসপাতালে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম দেন অক্ষয় পত্নী টুইঙ্কল। অক্ষয়-টুইঙ্কলের প্রথম সন্তান আরভের বয়স এখন ১০। মেয়েকে নাকি মায়ের মতোই দেখতে হয়েছে বলেও জানিয়েছেন অক্ষয়। দিদিমা ডিম্পলের সঙ্গেও নাকি তার বেশ মিল।
First Published: Friday, September 28, 2012, 21:21